
ছবি: সংগৃহীত।
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদীর মোহনায় জাটকা রক্ষায় পরিচালিত নিয়মিত অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এতে এক আনসার সদস্য আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে মেঘনার শাখা নদী কালাবদরের বাখরজা, লালবয়া ও মালদ্বীপ চরের মাঝামাঝি এলাকায় মৎস্য অধিদপ্তর ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি অভিযানিক দলের ওপর এই হামলার ঘটনা ঘটে।
আহত আনসার সদস্য সাইফুল ইসলামকে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, অভিযানে অংশ নেওয়া দলটি একটি সন্দেহজনক ট্রলারকে থামতে নির্দেশ দিলে ট্রলারের ভিতরে থাকা জাটকা পাচারকারীরা হঠাৎ করে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে আনসার সদস্য সাইফুল ইসলাম আহত হন।
তিনি আরও জানান, অভিযানে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ট্রলারসহ ১৪ ড্রাম জাটকা, যার ওজন আনুমানিক ১৪ মন।
আটককৃতদের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
আটককৃতরা হলেন—মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের ফুলচড়ি গ্রামের আ. বারেক হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম, চরলতা গ্রামের হাশেম বেপারীর ছেলে আবুল কালাম, দড়িরচর খাজুরিয়া গ্রামের মো. নাঈম ও একই গ্রামের জয়নাল মাতুব্বরের ছেলে আজিজুল ইসলাম এবং চরহোগলা গ্রামের কামাল ফরাজীর ছেলে শাহীন ফরাজী।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, "জাটকা রক্ষায় চলমান নিষেধাজ্ঞা কার্যকর রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
সায়মা ইসলাম