
ফরিদপুরে শহরে রেমন্ড ব্রান্ডের শোরুমে ভয়াবহ আগুনে ভিতরে রক্ষিত সমস্ত কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। ফরিদপুর ফায়ার সার্ভিস এর একটি দল ২ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সাতটার দিকে শহরের রুপসা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রেমন্ড শপে এই আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।
জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে ফরিদপুর শহরের নিউ মার্কেট এর ১নং গেইট সংলগ্ন রুপসা মার্কেটের ২য় তলায় কাপড়ের দোকানটিতে আগুন লাগে। রাস্তার পথচারীরা ২য় তলা থেকে ধোঁয়া বের হতে দেখে ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হইতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত প্রতিষ্ঠানটির কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে পরে জানানো হবে বলে ফায়ার সার্ভিস জানায়।
কানন