ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

বাগেরহাটে বাণিজ্যিক ভবনে আগুন নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ০১:১৮, ৮ এপ্রিল ২০২৫

বাগেরহাটে বাণিজ্যিক ভবনে আগুন নারীর মৃত্যু

চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি পাঁচতলা বাণিজ্যিক ভবনে আগুন

চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি পাঁচতলা বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে অনিতা বিশ্বাস (৫০) নামে ক্লিনিকের এক নারী কর্মীর মৃত্যু এবং ফায়ার সার্ভিসের অনিক নামে এক কর্মীসহ কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এদর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে। 
খুলনা, গোপালগঞ্জ ও বাগেরহাটের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট-সহ স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। বাগেরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক শাহাব উদ্দিন দুপুরে জানান, সম্মিলিত চেষ্টায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। ধোঁয়ায় অসুস্থদের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিচতলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 
সোনালী ব্যাংক চিতলমারী শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে ভবনের অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের তেমন ক্ষতি হয়নি। তবে ব্যাংক কার্যালয় এখনো আমরা বুঝে নেইনি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ব্যাংকের শাখাগুলো নিয়ন্ত্রণে রেখেছেন। অগ্নিকা-ে নিহত অনিতা রায় চিতলমারী উপজেলার শিব-ুর-কাটাখালী এলাকার দেবদাসের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ডা. তাপস পোদ্দারের গৃহপরিচালিকা হিসেবে কাজ করতেন।
আধুনিক ফিটনেস ক্লাব উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক ফিটনেস ক্লাব ও পাবলিক লাইব্রেরি। সোমবার  দুপুরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার আনুষ্ঠানিকভাবে এই ক্লাবের উদ্বোধন করেন। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ফিটনেস ক্লাবের আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন করেন এবং ক্লাবটির তাৎপর্য ব্যাখ্যা করেন।

×