
ছবি: সংগৃহীত
কবিরাজি ওষুধ খাইয়ে অচেতন করে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেছে এক কবিরাজ। এমন অভিযোগের প্রেক্ষিতে নেত্রকোনা মডেল থানা পুলিশ আনোয়ার হোসেন (৪৭) নামের ওই ভণ্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে।
রবিবার (৬ এপ্রিল) রাতে জেলা সদরের পারলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার পারলা এলাকারই বাসিন্দা। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ৩৭ বছর বয়সী ওই গৃহবধূ তার স্বামীসহ কবিরাজ আনোয়ার হোসেনের বাসায় ভাড়া থাকেন। তার স্বামী পারলা এলাকায় গাড়ির সিট বাধাইয়ের কাজ করেন। গত ২৩ মার্চ কবিরাজ আনোয়ার ওই গৃহবধূকে চিকিৎসার কথা বলে কবিরাজি ওষুধ খাওয়ায়। ওষুধ খাওয়ার পর গৃহবধূ অচেতন হয়ে পড়েন। এ সুযোগে আনোয়ার তাকে ধর্ষণ করে। এরপর আরও দু’দিন একই কায়দায় গৃহবধূকে ধর্ষণ করে আনোয়ার।
এদিকে কবিরাজি ওষুধ খাওয়ার পর গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। রবিবার সকালে ভূক্তভোগী গৃহবধূ তার স্বামীকে প্রকৃত ঘটনা খুলে বলেন। এরপর সন্ধ্যায় তার স্বামী গৃহবধূকে নিয়ে থানায় অভিযোগ করেন। রাতেই পুলিশ আনোয়াকে গ্রেপ্তার করে।
ওসি কাজী শাহনেওয়াজ জানান সোমবার দুপুরের দিকে আনোয়ারকে আদালতে পাঠানো হয়েছে।
আসিফ