
লক্ষ্মীপুরের রায়পুরে এলাকার আধিপত্য নিয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দু'গ্রুপের সংঘর্ষে সাইজ উদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ৮ জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৩ জনকে ঢাকা, অন্যদের প্রাইভেট ক্লিনিকে পাঠানো হয়েছে। অবস্থার অবনতি হলে রায়পুর থেকে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রায়পুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফারুক কবিরাজ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। সোমবার সন্ধ্যায় প্রায় সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক সাইজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। তার পিতার নাম নূর-এ মোহাম্মদ দেওয়ান।
আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল জানিয়েছেন, নিহতের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাতের গভীর কেটে যাওয়া ক্ষত চিহ্ন রয়েছে। রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামে তার বাড়ী। পুলিশ সুপার মো. আকতার হোসেন বিএনপি দু'গ্রুপের সংঘর্ষের খবর নিশ্চিত করে জানিয়েছেন, গুরুতর অবস্থায় একজনকে সদর হাসপাতালে নেয়া পর তার মৃত্যু হয়েছে। বর্তমানে পরিস্থিতি রয়েছে। পুলিশ সুপার সার্কেল ও ওসিসহ পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে বর্তমানে এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করছে। সেনাবাহিনী এবং পুলিশ এলাকায় টহল জোরদার করেছে।
এম.কে.