ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

বহুল আলোচিত তনু হত্যা মামলার ষষ্ঠ তদন্ত কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ২১:৫৬, ৭ এপ্রিল ২০২৫

বহুল আলোচিত তনু হত্যা মামলার ষষ্ঠ তদন্ত কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন

ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় বহুল আলোচিত ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার ষষ্ঠ তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আলোচিত এ হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে পিবিআই- এর পরিদর্শক মো. তরিকুল ইসলাম মামলাটির দায়িত্বভার গ্রহণের প্রায় সাত মাস পর সোমবার একটি প্রতিনিধি দল নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে তিনি এই হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সোহাগী জাহান তনু হত্যার প্রায় নয় বছরে এই মামলাটি পুলিশ, ডিবি, সিআইডি হয়ে চতুর্থ তদন্তকারী সংস্থা পিবিআই-র হাতে হস্তান্তর হয়।

 

মারিয়া

×