ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

কমলনগরে কবরের জমি দখলের চেষ্টা অভিযোগে সংবাদ সম্মেলন

মো. ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ৭ এপ্রিল ২০২৫

কমলনগরে কবরের জমি দখলের চেষ্টা অভিযোগে সংবাদ সম্মেলন

ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিদস্যু হিসেবে পরিচিত সিরাজুল ইসলাম সেরাজ ও তার ছেলে আফনানুল ইসলাম আকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি খালের জমি, কবরের জমি, মানুষের ব্যক্তিগত মালিকানাধীন জমি দখলসহ অপকৌশলের মাধ্যমে রেকর্ড করে নেওয়ার অভিযোগ রয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে চরলরেন্স বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ভূক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এ আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন, ভুক্তভোগী শুক্কুর আহমেদ, সাবেক ইউপি সদস্য আলী আকবর, মো. মহিন, আব্দুল আউয়াল, মো. লিটন ও আবু তাহের প্রমুখ।

ভুক্তভোগী আব্দুল আউয়াল বলেন, "আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে সেরাজ ও তার ছেলে আকাশ আমাদের ৪৪ শতাংশ জমি দখল করেছে। জমি ফেরত চাইলে মামলা-হামলার হুমকি দিয়ে আসছে।"

হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব বলেন, "বাজারের কবরস্থান স্থানীয় মানুষের জমি। এখানে সেরাজের আধা শতাংশ জমিও নেই। কিন্তু তিনি অপকৌশলের মাধ্যমে নিজের নামে কবরস্থানের চর লরেন্স মৌজা ১০৬২০ দাগে ১১ মধ্য ৭ শতাংশ জমি রেকর্ড করে নিয়েছে। এখন কবরস্থান দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা করছে। মানুষের জমি জোরপূর্বক দখলে নিতে সেরাজ ৫১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। সে আমার চাচার কাছে ২৮ শতাংশ জমি বিক্রি করেছে, কিন্তু রেজিস্ট্রি দিয়েছে মাত্র ৬ শতাংশ জমি। পানি উন্নয়ন বোর্ডের জমি ১০৫৯৯ দাগে খাল দখল করে ২৬ এর মধ্য ১৩ শতাংশে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে। সেরাজ নিজেকে মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে এসব অপকর্ম করছেন। তার মুক্তিযোদ্ধের সনদ নিয়ে ধোয়াশা রয়েছে। জমি দখলে সরকারকে কোন ট্যাক্স দিচ্ছে না। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।"

সিরাজুল ইসলাম সেরাজের আপন ভাই মাষ্টার আবু তাহের বলেন, "সেরাজ মানুষের জমি, কবরস্থান, খালসহ আমাদের পারিবারিক জমি জোরপূর্বক রেকর্ডে দখল করেন। উপজেলার চর লরেন্স ইউনিয়নের মৃত নুর মিয়ার পুত্র সিরাজুল ইসলাম সেরাজ ও আফনানুল ইসলাম আকাশ সিরাজুল ইসলাম সেরাজের পুত্র। পারিবারিকভাবে দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আফনানুল ইসলাম আকাশ উপজেলা আওয়ামী লীগের সদস্যের দায়িত্বে রয়েছে।"

সিরাজুল ইসলাম সেরাজ ও তার ছেলে আফনানুল ইসলাম আকাশ বলেন, "আমার এবং ছেলের বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয়। যারা অভিযোগ দিয়েছে তাদেরকে প্রমাণ দেখাতে হবে।"

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ উজ জামান বলেন, "পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের সম্পর্কে খোঁজ-খবর নেয়া হচ্ছে।"
 

মারিয়া

×