ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা,ফটিকছড়ি

প্রকাশিত: ২১:৪০, ৭ এপ্রিল ২০২৫

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘনায় মহিউদ্দিন লিটন (২৫) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার ৭ এপ্রিল বিকাল ৩টায় উপজেলার নাজিরহাট মেডিকেল রাস্তার মাথা এলাকায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিবিরহাটগামী বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের সাথে বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে নিহত মহিউদ্দীন মহাসড়কে সটকে পড়েন। পরে স্থানীয় ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মহানগরীর একটি বেসকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত মহিন উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব মন্দাকিনী গ্রামের বাদশা মিয়া ড্রাইভার বাড়ীর মোহাম্মদ ইউসুফের ছেলে৷

তিনি নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। এছাড়াও, তিনি নানা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানব সেবায় ব্রতী ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। 

রাজু

×