ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনিদের আহ্বানে রেস্টুরেন্ট বন্ধ রেখে হরতাল পালন করলেন কুয়াকাটার ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২১:৩৯, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৪০, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনিদের আহ্বানে রেস্টুরেন্ট বন্ধ রেখে হরতাল পালন করলেন কুয়াকাটার ব্যবসায়ী

ছবি: জনকণ্ঠ

ফিলিস্তিনিদের আহ্বানে সারা বিশ্বব্যাপী হরতালের সমর্থনে কুয়াকাটায় সোমবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন মোঃ রেজাউল ইসলাম। তিনি তার মালিকানাধীন পায়রা রেস্টুরেন্ট বন্ধ রেখে এমন ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানান। এভাবেই তিনি জানান সমবেদনা।

তিনি আগেভাগেই এ জন্য দোকানের শাটারের ওপর নোটিশ লাগিয়ে দেন। এ জন্য তিনি কাস্টমারদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

পর্যটনের ভরা মৌসুমে ফিলিস্তিনিদের পক্ষে এমন প্রতিবাদ জানিয়ে সর্বত্র প্রশংসা কুড়িয়েছেন মানুষটি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার পাচ্ছে। ব্যতিক্রমধর্মী প্রতিবাদের এ ধরনকে সাধারণ মানুষ ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। বিভিন্নজন তার এ সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন।

রেজাউল ইসলাম বলেন, ‘আমি আমার প্রিয় মুসলিম ভাইদের সহমর্মিতা জানানো এবং প্রতিবাদ জানানোর জন্য এটি নিজ উদ্যোগে করেছি। আসলেই মনের তৃপ্তির জন্য করেছি। যদিও পর্যটন মৌসুমে হয়তো এক বেলায় আমার রেস্টুরেন্টে অন্তত ৪০-৫০ হাজার টাকার বেচাকেনা হতো। কিন্তু মনে শান্তি পেতাম না।’

তিনি জানান, এটি মন থেকেই করেছেন। এমনকি তিনি কুয়াকাটায় সকালের ইসরাইলবিরোধী বিক্ষোভ সমাবেশ শেষ করে বিকেলে কলাপাড়া উপজেলা শহরে এসে আরও একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

এম.কে.

×