
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চে অতিরিক্ত যাত্রীবহন ও ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন পরিবহনে ঈদ পরবর্তি কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অপরাধে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম. ফয়েজ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।অভিযানে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজকে ১৩ হাজার ৫শত জরিমানা করা হয়।
এছাড়া, ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাঈল এলাকায় ঢাকামুখী বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সেলফি ও নীলাচল পরিবহনে ১৩ টি মামলায় ২২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক এস এম. ফয়েজ উদ্দিন জনকন্ঠকে বলেন, পাটুরিয়া ও আরিচা নৌরুটে লঞ্চে অতিরিক্ত যাত্রীবহনসহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন যানবাহনে ঈদ পরবর্তী ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে এমন অভিযান অব্যাহত থাকবে।
রাজু