ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করলেন চিত্রনায়ক ওমর সানী

এম. সুরুজ্জামান, সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর

প্রকাশিত: ২০:৫৯, ৭ এপ্রিল ২০২৫

মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করলেন চিত্রনায়ক ওমর সানী

ছবিঃ সংগৃহীত

“মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ওই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

এতে সভাপতিত্ব করেন সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান মো. সামিউল হক। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক মো. নুরুল আমীন, সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, শহর বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক কৃতি ফুটবলার অসীম দত্ত হাবুল, প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহবায়ক দূর্জয় হাসান শাকিল ও ছাত্রনেতা ইউসুফ আলী প্রমুখ।

এই খেলায় অংশগ্রহণ করেন শেরপুর ফুটবল ট্রেনিং সেন্টার বনাম সামিউল হক স্পোর্টস একাডেমি নালিতাবাড়ী। খেলাটি হাজারো ক্রীড়ামোদী দর্শক উপভোগ করেন।
 

মারিয়া

×