
ছবিঃ সংগৃহীত
বাগেরহাটের চিতলমারীতে ‘মাইশা টাওয়ার’ নামের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে অনিতা (৫০) নামে ক্লিনিকের এক নারী কর্মীর মৃত্যু হয়েছে এবং ফায়ার সার্ভিসের এক কর্মীসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা সদর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে খুলনা ও বাগেরহাটের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটসহ স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেন। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ তলা বিশিষ্ট ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ চারটি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম এবং পঞ্চম তলায় একটি বাসাবাড়ি রয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।
নিহত নারীর নাম অনিতা (৫০)। তিনি ওই ভবনে অবস্থিত একটি ক্লিনিকে কাজ করতেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক শাহাব উদ্দিন দুপুরে জানান, নিচতলার আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনও অনেক ধোঁয়া রয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ধোঁয়ায় অসুস্থদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, “আমি ঘটনাস্থলে রয়েছি। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত আছে। এক নারীর মৃত্যু হয়েছে, এটা ধোঁয়ার কারণে হতে পারে। আগুন নির্বাপন ও উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে কাজ চলছে।”
চিতলমারী থানার ওসি এস. এম. শাহাদাৎ হোসেন জানান, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পাঁচতলা থেকে নেমে আসার সময় অনিতা নামে এক নারী নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ধোঁয়া ও হুড়োহুড়িতে আরও কয়েকজন আহত হন।
মারিয়া