ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

কুষ্টিয়ায় ফিলিস্তিনে গণহত্যা ও দখলদারিত্ব বন্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, মিরপুর, কুষ্টিয়া 

প্রকাশিত: ২০:২৪, ৭ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ায় ফিলিস্তিনে গণহত্যা ও দখলদারিত্ব বন্ধের দাবিতে বিক্ষোভ

ছবি: জনকণ্ঠ

গাজা ও ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিকেল ৪টার দিকে মিরপুর বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈগল চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা ছাড়াও এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ।

মিছিল শেষে ঈগল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন—মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা ইউনিট সদস্য জোমারত আলী, উপজেলা আমীর মাওলানা খন্দকার রেজাউল করিম, নায়েবে আমীর শাহ আক্তার মামুন ও সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, “ফিলিস্তিনে মানুষ হত্যার নামে যে গণহত্যা চালানো হচ্ছে তা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। এ অবিচার বন্ধে বিশ্বসম্প্রদায়ের দৃঢ় ও কার্যকর ভূমিকা প্রয়োজন।”

শহীদ

×