
ছবিঃ সংগৃহীত
'জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’—এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মৌলভীবাজার সিভিল সার্জন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপপরিচালক প্রণয় কান্তি দাশ, পুলিশ পরিদর্শক রুহুল আমিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. এস. এম. মাহফুজুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমুখ।
অতিথিরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং এই খাতে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত।
বর্তমান সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এখান থেকে জনগণ স্বল্প মূল্যে চিকিৎসা গ্রহণ করতে পারছে।
এর আগে সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইপিআই ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, নার্স এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
মারিয়া