
ছবি: জনকণ্ঠ
কুমিল্লার দাউদকান্দিতে মাছের প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন— ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া ও উত্তর হরিপুর মৎস্য চাষ প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে পারভেজ গ্রুপের লোকজন মাছ ধরতে গেলে ইসমাইল গ্রুপের লোকজন গিয়ে এতে বাধা দেয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে গুলাগুলি শুরু হয়। এতে উভয় পক্ষের চারজন গুলিবিদ্ধ হন।
আহতরা হলেন—উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে মোঃ ইসমাইল হোসেন (৪০), তার ছোট ভাই ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে মোঃ ইয়াসিন মিয়া (২৬) এবং লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)।
গুলিবিদ্ধ চারজনকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, ওলানপাড়া ও উত্তর হরিপুর মৎস্য চাষ প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছি। আটককৃতদের মধ্যে ইয়াসিন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গুলাগুলির সাথে কারা জড়িত, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম.কে.