
গাজীপুরে এক বাড়ি থেকে পান-সিগারেট বিক্রেতা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মহানগরীর বাসন থানাধীন চান্দনা গ্রামের নাতিন বাজার এলাকার মফিজ উদ্দিনের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম- আল আমিন (৩৫)। তিনি শেরপুর জেলা সদর থানার পাকুরিয়া ফকিরপাড়া এলাকার আসাব আলী মীরের ছেলে।
জিএমপি’র বাসন থানার এসআই দুলাল চন্দ্র ও স্থানীয়রা জানান, গাজীপুরের চান্দনা গ্রামের ভাড়া বাড়িতে একা থেকে এলাকায় ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন আল আমিন। ঈদেরদিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার প্রতিবেশীরা দূর্গন্ধের সূত্র খুঁজতে গিয়ে ঘরের বিছানার উপর গলায় গামছা পেঁচানো অবস্থায় তার অর্ধগলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এসআই দুলাল চন্দ্র আরো জানান, গত ১ এপ্রিল হতে ৭ এপ্রিলের মধ্যে কোন এক সময়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যু হত্যা না-কি অন্য কারণে হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলে তা সঠিকভাবে জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।
রাজু