
ছবিঃ সংগৃহীত
আইনজীবী হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে কোর্ট বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন তারা। এসময় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সিনিয়র আইনজীবী শান্তিপদ ঘোষ, রমাকান্ত দাশ গুপ্ত, আইনজীবী কামরুল আহমদ চৌধুরী, মো. জয়নুল হক, মো. মিজানুর রহমান, বকসী জুবায়ের আহমদসহ অন্যান্যরা।
পরে তারা আদালত সড়কে বিক্ষোভ মিছিল করেন। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী সুজন মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, রোববার রাত সাড়ে ১১টার দিকে মেয়র চত্বরের উত্তর পাশে ফুটপাতে একটি ফুসকার দোকানে বসে আইনজীবী সুজনসহ চার বন্ধু মিলে ফুসকা খাচ্ছিলেন। এ সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত সুজন মিয়ার পাশে দাঁড়িয়ে তার ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তার পরিবার ও সহকর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে যান।
আইনজীবী সুজন মিয়া শহরতলীর পূর্ব হেলালপুর এলাকার জহিরুল ইসলামের পুত্র। প্রায় ৮ বছর ধরে তিনি ওই এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। তার পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধুবলাপাড়া এলাকায়।
মারিয়া