ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গাজায় গণহত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ২০:০৪, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:১০, ৭ এপ্রিল ২০২৫

গাজায় গণহত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

ছবি: জনকণ্ঠ

গাজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী আহুত হরতালের সমর্থনে ভোলায় দিনভর বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭এপ্রিল)  সকাল ১০টার দিকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ভোলা শহরের খলিফাপট্টি মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেল হয়। মিছিলটি ভোলা প্রেসক্লাব চত্বরে গিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। দুপুর ১২টার দিকে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছল বের করা হয়।

মিছিলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার সহস্রধিক মানুষ অংশ নেয়। এছাড়াও দুপুরে ভোলা শহরের হেফাজতে ইসলামের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে গিয়ে শেষে হয়। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা গাজায় চলমান মুসলিম গণহত্যার বন্ধের দাবি জানিয়ে বলেন, ফিলিস্তিন বিশ্বের মুসলমানদের কাছে একটি পবিত্রস্থান। সেখানে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। কিন্তু ইসরাইলী হায়নারা দীর্ঘ দিন ধরে সেখানকার মুসলমানদের ওপর বর্বরচিত হামলা চালিয়ে মুসলমানদের হত্যা করছে। তাদের এ হামলা থেকে নারী-শিশুসহ সেখানকার জরুরী সেবা দেওয়া সংস্থাগুলো বাদ যাচ্ছে না।

অভিলম্বে এ গণ্যহত্যা বন্ধ করতে হবে। একই সঙ্গে বিশ্বের সকল মুসলমানকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর পাশাপাশি ইসরাইলী পণ্য বয়কটের আহবান জানান।
 

শহীদ

×