
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৭ এপ্রিল ) সোমবার বিকেলে কেরানীগঞ্জের কদমতলী গুল চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার কেরানীগঞ্জ অঞ্চলের উদ্যোগে হাজার হাজার জামায়াত নেতা কর্মী সাধারণ জনতার উপস্থিতিতে কদমতলী গোল চত্বর থেকে শুরু হয় চুনকুটিয়া চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভ মিছিল শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলার নায়েবে আমীর ও ঢাকা-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মহিবুর রহমান, বেলাল উদ্দিন, আব্দুর রহিম মজুমদার, এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মন্ডল, মোহাম্মদ ইলিয়াস, ডাক্তার এমাদুল ইসলাম, ঢাকা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান।
রাজু