ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সুন্দরবনে মধু আহরণ শুরু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ১৯:৩৬, ৭ এপ্রিল ২০২৫

সুন্দরবনে মধু আহরণ শুরু

চলতি মৌসুমে ১ হাজার ৫০০ কুইন্টাল মধু ও ৪০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে সুন্দরবনে মধু আহরণ শুরু হয়েছে। সোমবার শ্যানগর উপজেলার বুড়িগোয়ালিনি ফরেস্ট ৭১নং প্রাথমিক বিদ্যালয়ে বনবিভাগের আয়োজনে এই মধু আহরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমানের সভাপতিত্বে শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনী খাতুন মৌসুমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল রিফাত, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমাযুন কবির মোল্লা, বুড়িগোয়ালিনি ইউনিয়নের চেয়াারম্যান গাজী নজরুল ইসলাম।

আগামী ৩০ জুন পর্যন্ত নির্ধারিত এলাকায় মধু সংগ্রহ করতে পারবেন মৌয়ালরা। এবার প্রতি কুইন্টাল (১০০ কেজি) মধুর জন্য সরকারকে ১ হাজার ৬০০শ টাকা এবং মোমের জন্য ২ হাজার ২০০ টাকা রাজস্ব দিতে হবে। সাতক্ষীরা রেঞ্জের আওতায় মৌয়ালরা সুন্দরবনের পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাচিকাটা এলাকায় মধু আহরণ করতে পারবেন। 

রাজু

×