
ঢাকার কেরানীগঞ্জের গোলাম বাজারের ব্যবসায়ী মীর জুবায়ের হত্যা মামলার আরো ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে মোহাম্মদ আমির হোসেন (৪৭),গুল মোহম্মদ ওরফে আনোয়ার হোসেন (৫০)ও মোহাম্মদ আবুল হোসেন (৫০)।
আজ বিকেলে র্যাব-১০ এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে আজ (০৭ এপ্রিল) সোমবার দুপুরে রাজধানী ঢাকার রমনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। উল্লেখ্য গত ২২ মার্চ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় ভিকটিম নিহত মীর জুবায়ের এর ব্যবসা প্রতিষ্ঠান আবু বক্কর সিদ্দীক এন্টারপ্রাইজ এর সামনে এসে ইট, বালু, সিমেন্ট ও জমির ব্যবসার পূর্ব শত্রুতার জের ধরে আসামী মোল্লা ফারুক এর নেতৃত্বে আসামি আমির হোসেন, গুল মোহাম্মদ ওরফে আনোয়ার হোসেন ও মো: আবুল হোসেন’সহ অপরাপর আসামিগণ জুবায়েরকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং পিস্তল দ্বারা গুলি করে হত্যা করে। পরবর্তীতে আসামীগণ অস্ত্রের মহড়াসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মীর হামিদুর রহমান দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আমির হোসেনের বাবার নাম আলী হোসেন বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পশ্চিম পাড়া গ্রামে এবং গুল মোহাম্মদ ওরফে আনোয়ার হোসেনের বাবার নাম মৃত সাচ্চু মিয়া বাড়ি শুভাড্যা উত্তরপাড়া গ্রামে। অপর আসামি আবুল হোসেনের বাবার নাম মৃত নুরু মিয়া বাড়ি পূর্ব চড়াইল গ্রামে। তবে এই হত্যা মামলার অন্যতম গডফাদার কুখ্যাত ভূমিদস্যু ও সন্ত্রাসী মোল্লা ফারুক কে এখনো পুলিশ, র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারেনি।
রাজু