
পটুয়াখালীর কলাপাড়ায় চাচা আবদুল হাকিমের (৪৫) ডান পায়ের রগ কেটে দিয়েছে ভাতিজা মো.ফয়সাল শরীফ। তাকে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় স্বামীকে রক্ষায় এগিয়ে আসলে স্ত্রী মোসাঃ শাহিনূর বেগমের (৪০) উপরও হামলা চালিয়ে আহত করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে নৃশংস এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত আব্দুল হাকিমকে কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ফয়সাল পলাতক রয়েছে। তিনি স্থানীয় আক্কেলপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মান্নান শরীফের ছেলে বলে জানা গেছে।
নীলগঞ্জ ইউনিয়নের চৌকিদার আজিজুর রহমান জানান, তাদের নিজস্ব বিরোধ সুরাহার জন্য পারিবারিকভাবে আবদুল হাকিমের বাড়িতে বৈঠকে বসলে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাকে কুপিয়ে জখম করে ভাতিজা।
এ ব্যাপারে জানতে চাইলে ফয়সালের পিতা আবদুল মান্নানকে তার মোবাইল ফোনে কল করলে তিনি নিজেকে অসুস্থ বলে মোবাইল কল কেটে দেন। মূল অভিযুক্ত মো.ফয়সালকে মোবাইল করলে তিনি তা রিসিভ করেননি। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
রাজু