ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গাজায় নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৮:৫৭, ৭ এপ্রিল ২০২৫

গাজায় নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইজরাইলী বাহিনীর বর্বোরোচিত গণহত্যার প্রতিবাদে সোমবার সারাদেশের মতো নেত্রকোনায়ও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাংলাদেশ জামায়েত ইসলামী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠন এসব কর্মসূচি পালন করে। জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা পৌর শাখার উদ্যোগে দুপুর দুইটার দিকে জেলা সদরের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বড় বাজার, তেরিবাজার মোড়, শহীদ মিনার মোড় ও পৌরসভা মোড় ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে পৌর জামায়াতের আমীর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ। এসময় নেতাকর্মীরা ইসরাইলী পণ্য বয়কট ও জিহাদের ডাক দেন। মুসলিম বিশ্ব নেতাদের প্রতি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিমের নেতৃত্বে দলটির নেতাকর্মী ও সমর্থকরা বড়বাজার শাহী মসজিদের সামনে রাস্তা অবরোধ এবং প্রতিবাদ সমাবেশ করেন।

 

রাজু

×