ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

বন্ধুদের সঙ্গে সাঁতারে গিয়ে নিখোঁজ হাফেজ সাজিম, পরদিন নদীতে মিলল লাশ

মিজানুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৮:৩০, ৭ এপ্রিল ২০২৫

বন্ধুদের সঙ্গে সাঁতারে গিয়ে নিখোঁজ হাফেজ সাজিম, পরদিন নদীতে মিলল লাশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একদিন আগে নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ মাদরাসা ছাত্র হাফেজ সাজিমের (১৩) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার দুধকুমার নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

হাফেজ মো'তামিম বিল্লাহ সাজিম নাগেশ্বরী সদরের বাসিন্দা সাংবাদিক জাহাঙ্গীর আলম মতি'র একমাত্র ছেলে। সে পৌরসভার দারুল আবরার ক্যাডেট মাদ্রাসার ছাত্র। 

রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাংগা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদীতে চার বন্ধু মিলে গোসল করতে নামে সাজিম। নদী ছোট হয়ে যাওয়ায় তারা নদীর এপার-ওপার সাঁতার খেলতে থাকে। শেষবার সাঁতরে পূর্ব তীর থেকে পশ্চিম তীরে আসার সময় তলিয়ে যায় সাজিম। এসময় অপর তিন বন্ধুর চিৎকারে স্থানীয় লোকজন নদীর তীরে ছুটে যায় এবং নদীতে নেমে খোঁজাখুঁজি করতে থাকে। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রাথমিকভাবে অনুসন্ধানে নেমে রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে অবহিত করে। এরপর বিকেলে সা‌ড়ে চারটার দিকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। টানা ২ ঘন্টা অভিযান চালানোর পর আলো স্বল্পতার কারণে উদ্ধার কাজ স্থগিত করা হয়। 

পরে সোমবার সকাল থেকে আবারও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ৩টা পর্যন্ত একটানা এ অভিযান চলতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে অর্ধ কিলোমিটার দূরে মৃত সাজিমের লাশ মাঝিদের জালে ভেসে ওঠার খবর আসে। পরে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে নিয়ে আসেন। 
মাঝি আনসার আলী বলেন, দুপুর আড়াইটার দিকে মাছ ধরার কাকড়া জালে লাশটি ভেসে ওঠে।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, উদ্ধার করা লাশ স্থানীয় থানাকে অবহিত করে মৃতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, মৃত সাজিমের পরিবার যেভাবে এজাহার দিবেন সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। 

রাজু

×