
ছবি: সংগৃহীত
সাভার পৌরসভায় রাস্তা ও ড্রেনের কাজে ডাবল রডের ব্যবহারের বদলে সিঙেল রড দিয়ে কাজ করছে শিকদার কনন্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন অনিয়মের সত্যতা পেয়েছেন দুর্নীতি দমন কমিশন।
সোমবার (৭এপ্রিল) দুপুরে পৌর এলাকার রেডিও কলোনী ও রাজাশন মহল্লায় দুদুকের সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে এ সত্যতা পান।
দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদ বলেন, সাভারের রেডিও কলোনী ও রাজাশন মহল্লায় পৌর সভার বরাদ্দকৃত প্রকল্পে এক কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে একটি প্যাকেজে তিনটি রাস্তা ও একটি ড্রেনের ট্রেন্ডার হয়।
শিকদার কনন্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায় এবং রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ করছে। কিন্তু রাস্তা ও ড্রেনের কাজে ডাবল রডের ব্যবহারের বদলে সিঙেল রড দিয়ে কাজ করছে ওই ঠিকাদার প্রতিষ্ঠানটি।
এদিন রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজে অনিয়ম পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার কাদের শিকদার ও সাভার পৌর সভা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদুকের উপ-সহকারী পরিচালক অমিজিৎ দে ও বিলকিস বানু।
শহীদ