ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার  প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ 

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৬:৫৪, ৭ এপ্রিল ২০২৫

ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার  প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ 

ছবি: জনকণ্ঠ

ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার  প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন এবং বিবেকবান মানুষ।  

সোমবার বেলা ১১ টায় জেলা শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল  বের করা হয়।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রনি বিশ্বাস ও ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বিশ্বের সকল মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে মানবতার শত্রু ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে এবং গাজায় মুসলিমদের জীবন রক্ষা করতে হবে। এছাড়া, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন বক্তারা ।

শহীদ

×