
ছবি: সংগৃহীত
যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের নিরীহ গাজাবাসীদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলা, গণহত্যা এবং ভারতে মুসলিমদের শ্লীলতাহানি ও হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) উপজেলার থানা বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্র-জনতা মিলিত হয়ে কয়েকটি খন্ড মিছিল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মানববন্ধন কারীরা বলেন, নিরীহ গাজাবাসীদের উপর বর্বরোচিত হামলায় হাজার হাজার সাধারণ জনগণ, শিশু ও নারী পুরুষ মারা যাচ্ছে। আজ বিশ্ব মানবতা কোথায়। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে আমরা তার নিন্দা জানাই। এর প্রতিবাদ জানাই।
গাজাবাসীদের দিকে তাকালে মনে হয় আজ বিশ্ব মানবতা, নীতিনৈতিকতা ও বিবেক সব অন্ধকারে মিছে গেছে। নারায়ে তাকবির আল্লাহু আকবর বলে সকলেই স্লোগান দিতে থাকেন এবং দুনিয়ার মজলুমদের একত্রিত হওয়ার আহবান জানান তারা।
শহীদ