ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আখাউড়ায় ছাত্র সমাজের বিক্ষোভ

মো সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:০৬, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আখাউড়ায় ছাত্র সমাজের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ইসরাইল কর্তৃক গাজা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে।

ছাত্র সমাজের নেতৃত্বে সোমবার(৭ এপ্রিল) বেলা ১১টায় আখাউড়া উপজেলা মডেল মসজিদের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সড়ক বাজার হয়ে রেলওয়ে ষ্টেশন চত্বরে সমাবেশ করে। মিছিলে ছাত্র সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশ নেয়। মিছিল থেকে ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশুসহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়ায় হয়। 

মিছিল শেষে ষ্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি আসিফ নেওয়াজ, মোঃ রুবায়েদ মাওলানা মোঃ সাইদুল হক প্রমুখ। 

বক্তারা বলেন, ফিলিস্তিনে মাবতার উপর ইসরাইল বর্বর হামলা চালাচ্ছে। নিরপরাধ নারী শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করছে। আমরা এর প্রতিবাদ জানাই। কিন্তু জাতিসংঘ কোন কিছু বলছে না। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো চুপ করে আছে। আমরা বীরের জাতি। কিন্তু আজ সারা বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে। নির্যাতনের শিকার হচ্ছে।

মায়মুনা

×