
গাজায় চলমান ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় তাওহীদি জনতার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে কুয়াকাটা চৌরাস্তা থেকে একটি মিছিল বের হয়। মিছিল টি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় সমাবেশ হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, সাবেক সভাপতি মাওলানা মাইনুল ইসলাম মান্নান ও কুয়াকাটা কেন্দ্রীয় জাতে মসজিদের পেশ ইমাম ক্বারী নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা ইসরাইলি হামলাকে ‘নির্মম গণহত্যা’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘গাজায় নারী ও শিশুর উপর নৃশংস হামলা চালিয়ে ইসরাইল মানবাধিকার লঙ্ঘন করেছে। মুসলিম বিশ্বকে একযোগে এর প্রতিবাদ জানাতে হবে।’
এসময় তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ইসরাইল বিরোধী নানা স্লোগান দেন। এছাড়া ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে গাজার মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়
কানন