ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

গাজায় হামলা ও হত্যার প্রতিবাদে শরীয়তপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

আবুল বাশার, নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ১৩:৫৭, ৭ এপ্রিল ২০২৫

গাজায় হামলা ও হত্যার প্রতিবাদে শরীয়তপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি বাহিনীর নৃশংস হামলা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় পালং উত্তর বাজার জামে মসজিদ থেকে মিছিলটি শুরু করে জেলা সদর রোড প্রদক্ষিণ শেষে শরীয়তপুর পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। এখানে সংগঠনের জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমেদ ওসমানীর সভাপত্বি এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইসরাইলের সাথে সকল প্রকার যোগাযোগ ছিন্ন এবং সকল পণ্য বয়কটের আহ্বান জানান।

এসময় সংগঠনের শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা কেরামত আলী, মাওলানা মাঈনদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ ও মাওলানা জহিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও হাজার হাজার কর্মীসমর্থক উপস্থিত ছিলেন। 
 

মায়মুনা

×