
নাটোরের স্থানীয় দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও কলেজ শিক্ষক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়ে দুই হাত ভেঙে দেওয়ার ঘটনায় এক বিএনপি নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার সন্ধ্যার পরে সদর উপজেলার চন্দ্রকলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী এবং ঘটনায় মূল অভিযুক্ত ওয়ার্ড বিএনপির কর্মী আব্দুর রউফ ওহাব। বর্তমানে সাজেদুর রহমান সেলিম নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে রাত ৯টার দিকে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনের নামে মামলা দায়ের করা হয়।
নাটোর থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান জানান, রবিবার বিকাল কলেজ শিক্ষক সেলিমের ওপর হামলাকারীদের ধরতে অভিযান শুরু করে যৌথবাহিনী। পরে সন্ধ্যায় ঘটনায় জড়িত মূল অভিযুক্তসহ দুইজনকে আটক করে সেনাবাহিনী। পরে সদর থানা পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করে সেনাবাহিনী। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত, রোববার দুপুরে সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের দর্শন বিভাগের প্রভাষক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিমের ওপর স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওহাবের নেতৃত্বে ৮/১০ জন শিক্ষক হামলা চালায়। হামলায় তার দুই হাত ভেঙে যায়।
কানন