
নরসিংদী রায়পুরায় পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা এলাকাকে মাদকমুক্ত করতে ধর্মীয় কাজে ৪০ জনকে চিল্লায় পাঠানো হয়েছে। এলাকায় এখন শান্তি বিরাজ করছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের লোকজন।
এ বিষয়ে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানার কাছে লিখিত আকারে একটি কাগজ পেশ করেন। এবং এলাকাকে মাদকমুক্ত করতে ও চুরি করা ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, রায়পুরা পৌরসভা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, ৭ নং ওয়ার্ড কমিশনার আমির হোসেন,শ্রীরামপুর মদিনা মসজিদ ও মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক সহ সুশীল সমাজের লোকজন,ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আফরোজা