ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

জুলাই যোদ্ধা হৃদয়ের বাড়িতে গিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ০১:৫২, ৭ এপ্রিল ২০২৫

জুলাই যোদ্ধা হৃদয়ের বাড়িতে গিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ

ছবিঃ হৃদয়ের বাবা-মাকে দেখতে বাড়িতে যান বিএনপির নেতৃবৃন্দ

জুলাইয়ের যোদ্ধা আশিকুর রহমান হৃদয়ের মা-বাবাকে সান্ত্বনা দিতে তার বাড়িতে গিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার (৭ এপ্রিল)  তারা নানা ধরণের ফল নিয়ে যান হৃদয়ের বাড়িতে। বিএনপির নেতারা সান্ত্বনা দেন হৃদয়ের বাবা-মাকে। পাশে থাকার আশ্বাসও দেন। বিএনপির আহ্বায়ক আব্দুর জব্বার মৃধা ওই সময়ে হৃদয়ের বাবা-মাকে আর্থিক সহায়তা প্রদান করেন। 

এরপর তারা হৃদয়ের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

উল্লেখ্য আশিকুর রহমান হৃদয় গত ১৮ জুলাই ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন। তিনটি গুলি লাগে তার মাথায় । ৫ আগস্ট হাসিনার পতনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা হৃদয়ের মাথায় অপারেশন করে দুইটি গুলি বেড় করতে পারলেও একটি গুলি বেড় করতে পারেননি।

গত বুধবার হৃদয় অসুস্থ হয়ে পরেন। পরেদিন বৃহস্পতিবার দুপুরে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। ওইদিন বিকেল তিনটায় হৃদয় দুনিয়া ছেড়ে বিদায় নেন। 

ইমরান

×