ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

উত্তরা ইপিজেডে মেশিন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ০১:৪৫, ৭ এপ্রিল ২০২৫

উত্তরা ইপিজেডে মেশিন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

ছবিঃ প্রতীকী অর্থে

উত্তরাঞ্চলের নীলফামারীতে অবস্থিত উত্তরা ইপিজেডের একটি খেলনা উৎপাদককারী কোম্পানীতে কাজ করার সময় মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন শ্রমিক মারাত্বক ভাবে দগ্ধ হয়েছে। 

রবিবার (৬ এপ্রিল) রাত সারে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

ইপিজেডের জিএম আব্দুল জব্বার এর সাথে মুঠোফোনে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সনিক (বাংলাদেশ) লিমিটেড ফ্যাক্টরির এই ঘটনায় আহত দুই শ্রমিককে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাদের রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। তারা রাত্রীকালিন অতিরিক্ত সময় কাজ করছিলেন। ঠিক ওই সময় মেশিন বিস্ফোরণ ঘটে বলে জানা যায়।

সূত্রমতে সনিক (বাংলাদেশ) লিমিটেড দেশের বৃহত্তম খেলনা রপ্তানিকারক প্রতিষ্ঠান। এটি হংকং ভিত্তিক সনিক গ্রুপের একটি সহ-প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কারখানা নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অবস্থিত। ১৯৮৮ সালে হংকংয়ে প্রতিষ্ঠিত হওয়া সনিক ইন্টারন্যাশনাল ২০১৩ সালে বাংলাদেশে এর নিজস্ব কারখানায় উৎপাদন শুরু করে। সেখানেই এ দূর্ঘটনা ঘটে বলে অন্যান্য শ্রমিকরা জানিয়েছেন। তবে সনিক বিডির পক্ষে কোন তথ্য জানানো হয়নি।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ সূত্রমতে, আহত শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক। শরীরের প্রায় ৬০ ভাগ পুড়ে গেছে। 

আহতরা হলো রমজান আলী (২২) ও খায়রুল ইসলাম (২১)। এরমধ্যে রমজান আলীর বাড়ি জেলার সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলী ও খায়রুল ইসলামের বাড়ি নীলফামারী সদরের পঞ্চপুকুর এলাকায়।

ইমরান

×