ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখুক মুসলিমরা আজ এক: কাফি

প্রকাশিত: ০১:৩১, ৭ এপ্রিল ২০২৫

পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখুক মুসলিমরা আজ এক: কাফি

ছবি: সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাফি তার ফেসবুক স্ট্যাটাসে আগামীকাল যাঁরা আন্দোলনে নেতৃত্ব দেবেন, তাঁদের উদ্দেশ্যে সর্তকবার্তা দিয়েছেন। তিনি বলেন, “আপনারা যারা আগামীকালকে লিড দিবেন - আই মিন সামনে থেকে নেতৃত্ব দিবেন। চোখ কান খোলা রাখবেন সবসময়ই।”

তিনি অভিযোগ করেন, “মনে রাখবেন আমাদের এই দেশ বাংলাদেশকেও বিক্রি করে দিতে এক পক্ষ কোনো চিন্তা ভাবনা করেনি। বাংলাদেশের মানুষের জীবন নিয়েও তারা কিছু দিন আগেও খেলেছে। সেজন্য তারা অনুতপ্তও না।”

কাফি হুঁশিয়ার করে বলেন, “আমরা যখন মুসলমানদের পক্ষ হয়ে মাঠে নামবো তখন কিন্তু আমাদের শত্রু - বাংলাদেশের শত্রুরা নানানরকম ঝামেলা করতে চাইবেই—গোপনে, প্রকাশ্যে, অভিনব কৌশলে। সুতরাং বি কেয়ার ফুল।”

তিনি তাঁর স্ট্যাটাসের শেষে প্রত্যাশা করেন, “মুসলমানদের বিজয় হোক, ভালো থাকুক পৃথিবীর সকল নিরপরাধ মানুষ। ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ শ্লোগানে কম্পিত হোক পুরো বাংলাদেশ। আওয়াজ পৌঁছে যাক আরশে আজিমে। পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখুক, মুসলিমরা আজ এক।”

উল্লেখ্য, সাম্প্রতিক ফিলিস্তিন-ইসরায়েল সংকটকে কেন্দ্র করে বাংলাদেশসহ বিভিন্ন দেশে প্রতিবাদ ও সংহতির ঢেউ ছড়িয়ে পড়েছে। কনটেন্ট ক্রিয়েটরদের এমন অবস্থান সামাজিক মাধ্যমে নতুন মাত্রা যোগ করছে।

আসিফ

×