ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

রিউমার স্ক্যানারকে "দালাল দালাল" বলে আক্রমণ

প্রকাশিত: ০১:২৬, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৩২, ৭ এপ্রিল ২০২৫

রিউমার স্ক্যানারকে

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি আবারও ছড়ানো হচ্ছে একটি পুরনো গুজব—নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস নাকি ইসরায়েলকে ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছেন। অথচ এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অতীতে ফ্যাক্টচেকের মাধ্যমে তা খণ্ডন করা হয়েছে।

রিউমার স্ক্যানার বাংলাদেশ এই গুজবটি প্রথমবার যাচাই করে প্রকাশ করে ২০২৩ সালে। এরপরও বিভিন্ন সময় এই গুজব নতুন করে ভাইরাল হয়েছে। এ প্রসঙ্গে রিউমার স্ক্যানার বলেছে, “এই ফ্যাক্টচেকটি আমরা করি ২০২৩ সালে। এরপরও বিভিন্ন সময়ে গুজবটি আবারও ছড়ানো হয়েছে। সম্প্রতি গুজবটি নতুন করে ছড়ানোর পর আজ আমরা নিচের পোস্টটি করি।”

কিন্তু পোস্ট প্রকাশের পর দেখা যায়, কিছু স্বয়ংক্রিয় বা বট অ্যাকাউন্ট কমেন্টে "দালাল দালাল" বলে আক্রমণ করছে। এ ধরনের প্রতিক্রিয়ার কারণে বিভ্রান্তি আরও বাড়ছে, কারণ অনেকে ভাবছেন রিউমার স্ক্যানার হয়তো সরকারের পক্ষ নিয়ে কাজ করছে।

সংস্থাটি বলেছে, “আমরা কাজটা করেছি আগেই—হাসিনা সরকারের আমলেই। অথচ এখন যখন আবার গুজব ছড়ানো হচ্ছে, তখন আমরা পুরনো ফ্যাক্টচেকটি মনে করিয়ে দিচ্ছি মাত্র।”

রিউমার স্ক্যানার বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফ্যাক্টচেকিংয়ের মূল উদ্দেশ্য হলো তথ্য যাচাই করে সত্য তুলে ধরা—নির্বিশেষে সেটা কার পক্ষে বা বিপক্ষে যায়। ভুয়া তথ্য এবং গুজব ঠেকাতে নাগরিকদের সচেতন হতে এবং যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ করতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র: https://www.facebook.com/share/p/15fj8r4DcR/

আসিফ

×