
জেলার ডোমার উপজেলা থেকে চিলাহাটি পর্যন্ত আঠারো কিলোমিটার সড়কের বারোহাল অবস্থা। সংস্কার কাজ শুরু হলেও হাফডাউন কাজ করে ঠিকাদার ফেলে রেখে হয়েছেন লাপাতা। ফলে সড়কের কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ওইপথ দিয়ে চলাচলকারী চারটি ইউনিয়ন বোড়াগাড়ী, জোড়াবাড়ি, কেতকীবাড়ি ও ভোগডাবুড়ির মানুষজন। এ ছাড়া সাধারণ পথচারী ও সড়কের পাশে বসবাসরত স্থানীয় বাসিন্দারা রয়েছে বড়ই বিপদে।। এ ঘটনায় ওই সড়ক দ্রুত মেরামতের দাবি তুলে রবিবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা জানান, প্রায় ১ বছর হয়ে যাচ্ছে রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ার পরেও তা শেষ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঠিকাদার পাকা সড়কটি সংস্কারের পাকা অংশ তুলে সেখানে রা¯ ইটের খোয়া ও বালু দিয়ে সঠকে পড়েছে। এতে যানবাহন চলাচলে ধুলোবালির পরিমাণ বেড়ে গেছে কয়েকগুণ। সড়কের ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। পাশাপাশি রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন ওঠার পর তা তদারকি করারও দাবি জানান স্থানীয় সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু করার দাবি জানান এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দেন।
মির্জাগঞ্জ কলেজের শিক্ষার্থী সজীব সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মির্জাগঞ্জ কলেজের অধ্য আনোয়ার হামিদ, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক এ এস এম আব্দুল কাদের, জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনজারুল হক মিলন এবং ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোসলেহুদ্দীন উদ্দিন শাহ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারিফ, দপ্তর সম্পাদক শাহজাহান সরকার শাওন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম ও তাঁতী দলের সভাপতি রাশেদ মেনন।
রাজু