
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে এক প্রতিবন্ধীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে শারীরিক প্রতিবন্ধী কৃষক সাহাব উদ্দিন (২৬) এবং তার নিকট আত্মীয় দেলোয়ার হোসেন (৩৫) আহত হয়েছেন।
ঘটনাটি সদর উপজেলার মেঘনা উপকূলীয় চর রমনীমোহন গ্রামে ঘটে। আহত অবস্থায় তাদেরকে রক্তাক্ত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দেলোয়ারের সামনের মাড়ির চারটি দাঁত ভেঙে গেছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে ওই সন্ত্রাসীরা চাঁদার জন্য স্থানীয় একটি গরুর খামারে হামলা চালায়। ওই সময় পুলিশ এসে তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
পরবর্তীতে প্রায় দুই মাস আগে আরেকটি দুর্ঘটনায় সাহাব উদ্দিনের ডান হাঁটু কেটে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ঢাকাস্থ পঙ্গু হাসপাতাল থেকে ঘটনার আগের দিনই সে বাড়ি ফিরে আসে। এখনো সে পুরোপুরি সুস্থ হয়নি।
আহতরা এবং তাদের স্বজনরা জানান, বাবলু মীর ও রাজু সরকারের নেতৃত্বে ৮-১০ জন দেশীয় অস্ত্র-সজ্জিত সন্ত্রাসী সাহাব উদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে তার শ্যালক দেলোয়ার এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় বাবলু মীর ও রাজু সরকারসহ সাতজনকে আসামি করে দেলোয়ারের মা বাদী হয়ে শনিবার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ শনিবার সন্ধ্যায় ঘটনাটি নিশ্চিত করে বলেন, গতরাতে চর রমনীমোহনে সংঘটিত ঘটনার বিষয়ে মামলা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এম.কে.