
বগুড়া শহরের জলেশ্বরীতলায় জুস খেতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি খোরশেদ আলমসহ তিনজন। আহত অপর দুইজন হলেন ফ্রিল্যান্স সাংবাদিক আসাফুদৌলা নিয়ন এবং তৌফিকুল ইসলাম নিরব।
রোববার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে শহরের জেলখানা মোড়ের একটি জুস বারের সামনে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, জুস বার থেকে বের হওয়ার সময় ১০-১৫ জন অজ্ঞাত যুবক হঠাৎ তাদের ঘিরে ধরে এবং কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে।
হামলায় সাংবাদিক নিয়নের ডান চোখ গুরুতরভাবে জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়। সাংবাদিক খোরশেদ ও নিরব প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করলেও নিয়ন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পরপরই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আটককৃতদের অধিকাংশই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। তবে রাত পৌনে ১২টা পর্যন্ত তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা সাংবাদিকদের জানান, “এটি একটি পূর্বপরিকল্পিত হামলা হতে পারে। আমরা জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনছি।” তিনি আরও জানান, হামলার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বগুড়া সদর থানার ওসি একেএম মঈন উদ্দীন বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে মামলা নেয়া হবে।
রাজু