
ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বড় পাল্লা গ্রামে বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামের মোস্তফা মোল্লাকে (৫০) হেফাজতে নিয়েছে ভাঙ্গা থানা পুলিশ।
গাছ কাটার শ্রমিক মোস্তফা দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রী এবং দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে বড় পাল্লা গ্রামে শ্যালকের বাড়িতে থাকতেন। ভুক্তভোগী কিশোরীর অভিযোগ অনুযায়ী, চার মাস ধরে সে তার বাবার দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
রোববার (৬ এপ্রিল ২০২৫) রাতে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মোস্তফা মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযুক্তকে হেফাজতে নিয়েছি। বিষয়টি তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
মেয়েটির মামা রাতেই মামলা করবেন বলেও জানান ওসি। ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে।
আসিফ