ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সৌদি আরবে প্রবাসী বিএনপি নেতার মৃত্যু, এলাকায় শোকের মাতম

মো. সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ২৩:০২, ৬ এপ্রিল ২০২৫

সৌদি আরবে প্রবাসী বিএনপি নেতার মৃত্যু, এলাকায় শোকের মাতম

সৌদি আরবের রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. রফিক মিয়া (৪৩) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে কর্মস্থলে দায়িত্ব পালনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। তিনি প্রবাসী জিয়া পরিষদের উপদেষ্টা ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নেমে এসেছে শোকের ছায়া, পরিবারে চলছে শোকের মাতম।

মো. রফিক মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের বাসিন্দা ও মৃত ফুল মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি তিন ছেলেসন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্র ও তার বড় ভাই অহিদ মিয়া জানান, মো. রফিক মিয়া রিয়াদের আল তুহিন কোম্পানিতে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে দায়িত্ব পালনের সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর মিশন বলেন, "মো. রফিক মিয়া ছিলেন বিএনপির একনিষ্ঠ ও ত্যাগী কর্মী। তার মৃত্যুতে দল একজন মূল্যবান নেতাকে হারিয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।"

এদিকে, মো. রফিক মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মুশফিকুর রহমান।

নুসরাত

×