
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর কৃষকদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৬ এপ্রিল) বিকেল ৫ টায় পৌরসভার জীবগাঁও ষ্ট্যান্ডে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কৃষক ও কৃষিই আমাদের প্রাণ, আমাদের শেকড় ও অস্তিত্ব এ শ্লোগানকে সামনে রেখে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ- সভাপতি ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ- সভাপতি, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বলেন, জুলাই - আগস্ট গণঅভ্যুত্থানের অগ্রণী ভূমিকায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। দেশ নায়ক তারেক রহমানের দূরদর্শিতায় জুলাই আগস্টে গণঅভ্যুত্থান সফল হয়েছে। তার দিকনির্দেশনায়ই ফ্যাসিস্ট সেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হয়েছে। এছাড়াও জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র -জনতার ভূমিকা ছিলো অতুলনীয়। তবে এর মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ বিনির্মানের যে পথ সুগম হয়েছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিষ্ঠিত হবে।
ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু তিনি আরও বলেন, আমি এই ফ্যাসিস্ট সৈরাচার সেখ হাসিনার ক্ষমতায়নের সময়ে এই মতলবের মায়া চৌধুরীর সন্ত্রাসী লীগ কতৃক আমাকে বহুবার হামলা, নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা জনগণের জন্য রাজনীতি করি। আমি কৃষক মেহনতী মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এরাই আমার এবং আমার দলের প্রাণ শক্তি। আমি সবসময় জনগনের এবং দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম। আমি আমৃত্যু পাশে থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের হায়নার দলের হাত থেকে দেশ আজকে রক্ষা পেয়েছে, তবে এখুনি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কারণ এখনো নির্বাচনি রোডম্যাপ ঘোষণা হয়নি। আমরা এমন কোনো কর্মকাণ্ডে জড়াবো না যাতে করে জনগণের মধ্যে বিএনপির ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পুরোপুরি বিজয় না আসা পর্যন্ত সবাইকে সজাগ এবং সর্তক থাকতে হবে।
এজন্য কৃষক দলের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গরীব ও প্রান্তিক ন্যায্য ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
আগামীতে আপনাদের সাথে নিয়ে এই মতলবের জনগণের কল্যানে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এছাড়া তিনি লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের সকলের কাছে দোয়া কামনা করেন।উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন, ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি মোঃ জাকির হোসেন দর্জি।
ছেংগারচর পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেনের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মফিজুল ইসলাম সরকার, ঢাকা মহানগর কৃষক দলের যুগ্ম-আহবায়ক সাইদুল ইসলাম সাগর, মতলব উত্তর উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক আক্তার আলম নাবু।
এসময় অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর শ্রমিক দলের নেতা মোঃ মফিজুল ইসলাম খান, কলাকান্দা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আক্তার হোসেন, মোহনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হেলাল উদ্দিন, সাদুল্যাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবিএম মাসুদুর রহমান,ফরাজীকান্দি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা কৃষক দলের য়ুগ্ন-সম্পাদক মোঃ শরীফ, যুগ্ম- সম্পাদক মোঃ কবির মেম্বার প্রমূখ।
কর্মী সভার সার্বিক ব্যাবস্থাপনায় ছেংগারচর পৌর কৃষক দলের প্রচার সম্পাদক মোঃ বাবু আখন, ৭ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ রহমত আখন, সিনিয়র সহ-সভাপতি মোঃ অভি আখন, সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান বাবু প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সফিক পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাকিব আখন।
এদিকে কর্মীসভায় সদ্য প্রয়াত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ রহমত উল্লাহ।
রাজু