
ছবিঃ সংগৃহীত
মানিকগঞ্জের সাটুরিয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব পারভেজ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার হরগজ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত ইয়াকুব পারভেজ হরগজ বাজারে একটি ফটো স্টুডিও,ফটোকপি ও কম্পিউটার সার্ভিসের দোকান চালান। ভুক্তভোগী ছাত্রী ছবি তোলার জন্য ওই দোকানে গেলে পারভেজ প্রথমে তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায়। একপর্যায়ে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে পানীয় খাইয়ে ছাত্রীকে অচেতন করে। এরপর তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে এবং সেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে।
মামলায় আরও উল্লেখ রয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি পারভেজ তার এক ভাগ্নির সঙ্গে নিয়ে মেয়েটিকে দোকানে ডেকে আনে। আত্মীয়াকে বাইরে রেখে ভেতরে নিয়ে গিয়ে আবারও মেয়েটিকে ধর্ষণ করে। পরে সেই ভাগ্নি ঘটনাটি দেখে ফেললে তাকেও প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্ত পারভেজ।
ভুক্তভোগী স্কুল ছাত্রী জানায়, প্রথমবার অচেতন হওয়ার পর সে কিছুই বুঝে ওঠেনি। এরপর কয়েকদিন পর পারভেজ আবার দোকানে ডেকে এনে তাকে মোবাইল ফোনে ধারণ করা নগ্ন ছবি দেখিয়ে ভয় দেখায় এবং তখন থেকেই বারবার ব্ল্যাকমেইল করে ধর্ষণ করতে থাকে। ছাত্রীটি প্রথমে ভয়ে কাউকে কিছু জানায়নি। তবে পারভেজের অব্যাহত হুমকি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ইয়াকুব পারভেজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইমরান