ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

প্যালেস্টাইনের পক্ষে সমাবেশের ডাক, চট্টলাবাসীকে যোগ দেওয়ার আহ্বান রাফির

প্রকাশিত: ২১:২৮, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৩২, ৬ এপ্রিল ২০২৫

প্যালেস্টাইনের পক্ষে সমাবেশের ডাক, চট্টলাবাসীকে যোগ দেওয়ার আহ্বান রাফির

ছবি: সংগৃহীত

চলমান ইসরায়েলি দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে আগামীকাল চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ‘March for Palestine’ কর্মসূচি। বিকেল ৩টা ৩০ মিনিটে নগরীর বিপ্লব উদ্যানে এ সমাবেশ শুরু হবে।

এই কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন: “বীর চট্টলাবাসী, আগামীকাল "MARCH FOR PALESTINE" কর্মসূচীতে যোগ দিতে বিকেল ৩:৩০ টায় বিপ্লব উদ্যান চলে আসুন।”

গণতান্ত্রিক চেতনা, মানবাধিকার ও আন্তর্জাতিক সংহতির অংশ হিসেবে এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। আয়োজকরা জানিয়েছেন, এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা হবে, যেখানে প্যালেস্টাইনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হবে।

প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ জোরালো হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন শহরের মতো চট্টগ্রামেও সচেতন নাগরিক সমাজ ও তরুণ প্রজন্ম এ ধরনের কর্মসূচির মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করছে।

আসিফ

×