
কুমিল্লার হোমনায় তিতাস নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ২৮ ঘন্টাপর মারিয়া আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার(৬ এপ্রিল) বিকাল ৪ টার দিকে তিতাস নদীর শ্রীমদ্দি গাংকুল বাড়ির ঘাট এলাকা থেকে ঝোপের(ঝাক) পাশ থেকে নিখোঁজ শিশু মারিয়া আক্তার (১১) এর লাশ উদ্ধার করা হয়।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার(৪ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে শ্রীমদ্দি গাংকুল গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে মারিয়া। এরপর শনিবার(৬ এপ্রিল)সকাল ১১টার দিকে তিতাস নদীর শ্রীমদ্দি গাংকুল বাড়ির ঘাটে গোসল করতে পানিতে নেমে নিখোঁজ হয় মারিয়া।
নিহত মারিয়া আক্তার উপজেলার ফুজুরকান্দি গ্রামের মো. আলী নেওয়াজের মেয়ে। তবে তারা দেশে থাকতেন না, ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতো।
এদিকে বেড়াতে এসে পানিতে ডুবে শিশু মারিয়া নিখোঁজের ঘটনায় শনিবার থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিবার বিকালে মারিয়া আক্তারের লাশ উদ্ধারের খবর পেয়ে এক নজর দেখার জন্য উৎসুক জনতা নদীর ঘাটে ভিড় জমান।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, নদীতে ডুবে নিখোঁজের খবর পেয়েই শিশু মারিয়াকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল আনা হয়। শিশু মারিয়া উদ্ধারে আমাদের বিশেষ নজরদারি ছিল।
রাজু