
ছবি: জনকণ্ঠ
সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মালোপাড়া ও জানপুর রেল লাইনপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ররিবার (৬এপ্রিল) সন্ধ্যায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার (৫ এপ্রিল) দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। বাহিরগোলা রেল ব্রীরজর দক্ষিণ ও উত্তর পাড়ে উভয় পক্ষ সমবেত হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক দফায় সংঘর্ষ চলার সময় কমপক্ষে ১০ জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তাওহীরের নেতৃত্বে একটি পেট্রোল টিম ঘটনাস্থলে পৌঁছে। এরপর যৌথভাবে পুলিশ, র্যাব এবং প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে আটক করা হয়। আটককৃতদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শহীদ