ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বোয়ালমারীতে স্বামীর সাথে মনোমালিন্যের পর গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর

প্রকাশিত: ১৯:৫৭, ৬ এপ্রিল ২০২৫

বোয়ালমারীতে স্বামীর সাথে মনোমালিন্যের পর গৃহবধূর আত্মহত্যা

ছবি: সংগৃহীত।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি গ্রামে স্বামীর সাথে মনোমালিন্যের জের ধরে রিয়া খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রবিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। রিয়া খাতুন ওই গ্রামের মো. মাহফুজুর রহমানের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়া খাতুনের স্বামী মাহফুজুর রহমান নারায়ণগঞ্জে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ছয় মাস আগে তিনি তার স্ত্রী রিয়াকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করতে শুরু করেন। ঈদের ছুটিতে তারা বাড়িতে ঈদ করতে আসেন। মাহফুজুর নারায়ণগঞ্জ ফিরে যাওয়ার জন্য রিয়াকে গ্রামে রেখে যাবেন বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য শুরু হয়। এর জের ধরে ওই দিন দুপুরে রিয়া বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেন। মাহফুজুর ঘরে ঢুকে দেখতে পান তার স্ত্রী গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, স্বামীর সাথে মনোমালিন্যের পর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সায়মা ইসলাম

×