ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ফরিদপুরের শ্রী অঙ্গনে রাম নবমী উপলক্ষে মোমবাতি প্রজ্বলন

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৯:৪৯, ৬ এপ্রিল ২০২৫

ফরিদপুরের শ্রী অঙ্গনে রাম নবমী উপলক্ষে মোমবাতি প্রজ্বলন

ফরিদপুরের শ্রী অঙ্গনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রাম নবমী উপলক্ষে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সন্ধ্যায় শহরের শ্রীধাম শ্রী অঙ্গনে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালচামট শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ডা. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, রুদ্র বন্ধু ব্রহ্মচারীসহ অন্যান্য ভক্তবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে পবিত্র রাম নবমীর শুভেচ্ছা জানানো হয় এবং সারা বিশ্বের মঙ্গল ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

 

রাজু

×