ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিকের পরিবার এলাকাছাড়া

মাদ্রাসা ছাত্রীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ, চার জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ১৯:৪৭, ৬ এপ্রিল ২০২৫

মাদ্রাসা ছাত্রীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ, চার জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

কুমিল্লায় এক মাদ্রাসা ছাত্রীকে প্রেমের অভিনয় করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে প্রেমীক রিয়াজুল হক হামীমের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করেছেন। আসামি রিয়াজুল হক হামীম জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের রেজাউল করিমের ছেলে। ভিকটিম ওই কিশোরী স্থানীয় একটি সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী।


অভিযোগে জানা গেছে, মাদ্রাসার ওই ছাত্রীর সাথে একই এলাকার রিয়াজুল হক হামীমের (১৮) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিলো। গত ২৭ মার্চ রাতে প্রেমিক রিয়াজুল হক হামীম প্রেমিকার বাড়ির পাশে গিয়ে মোবাইলে ফোন করে তার সাথে দেখা করতে বলে। প্রেমিকের কথামতো ওই কিশোরী ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে একটি নির্জন স্থানে যায়। সেখানে প্রেমিকের সাথে কথা বলার একপর্যায়ে তাকে কৌশলে পার্শ্ববর্তী একটি মাছের খামার পাহারার ঘরে নিয়ে যায়। সেখানে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে রাতভর ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে সেখানে রেখে সে পালিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুজি করে ঐ কিশোরীকে উদ্ধার করে।

 
ওই কিশোরীর বাবা ও মা সাংবাদিকদের জানান, মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে প্রেমিক হামীমের পরিবারের কাছে বিচার দিলে তারা বিয়ের আশ্বাস দেয়। ঈদের পর বিষয়টি সমাধানের কথা থাকলেও এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তারা আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে এলাকা ছেড়ে গেছে। তাই নিরুপায় হয়ে ধর্ষণের অভিযোগে হামীমকে প্রধান আসামি করে বুড়িচং থানায় মামলা করা হয়েছে। 


বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, এ ঘটনায় ধর্ষক হামীম ও তার পরিবারের ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

শিহাব

×