ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ভোলায় অবিভক্ত ঢাকা সিটির প্রথম মেয়র সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ১৯:৪৩, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪৫, ৬ এপ্রিল ২০২৫

ভোলায় অবিভক্ত ঢাকা সিটির প্রথম মেয়র সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয় পার্টির  (বিজেপি) প্রতিষ্ঠাতা,ভোলার কৃতি সন্তান আধুনিক ভোলার রূপকার অবিভক্ত  ঢাকা সিটির প্রথম মেয়র সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মন্জুর এর ১৭ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার আসরবাদ নাজিউর রহমানের ভোলা উকিলপাড়ার বাসভবন "শান্ত নীড়ে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। নাজিউর রহমানের বড় ছেলে বিজেপির চেয়ারম্যান ব্যরিস্টার আন্দালিব রহমান পার্থসহ পরিবারের সদস্য, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক রাইসুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারি হারুন অর রশিদ,জেলা বিজপির সভাপতি আমিরুল ইসলাম রতনসহ ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিগৱ উপস্থিল ছিলেন।

এছাড়াও সকালে পরানগঞ্জে তার নামে প্রতিষ্ঠিত নাজিউর রহমান ডিগ্রি কলেজে দোয়া মুনাজত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় কলেজের প্রতিষ্ঠাতা মরহুম নাজিউর রহমানের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন উপাধ্যক্ষ পীযুষ কান্তি হালদার, সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামাল হোসেন শাহীন প্রমূখ। 

এসময় বক্তারা বলেন, অবহেলিত দ্বীপজেলা ভোলার শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াতসহ সকল ক্ষেত্রে নাজিউর রহমান মন্জুর অবদান রয়েছে। শিক্ষা বিস্তারে তিনি নাজিউর রহমান কলেজ, রেবা রহমান কলেজের পাশাপাশি স্কুল মাদ্রাসা মিলিয়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ডায়ের কবলিত জেলায় গ্রামে গ্রামে গভীর নলকূপ বসিয়ে ডায়রিয়ার প্রকোপ থেকে ভোলাবাসীকে রক্ষা করেছেন। এছাড়া ভোলা চরফ্যাশন সড়ক, বাস টার্মিনাল, বাসস্টান্ড - খেয়াঘাট সড়ক, ভেলুমিয়া সড়কসহ অসংখ্য রাস্তা-ঘাট, পুল কালভার্ট নির্মাণ করে জেলার যাতায়াত ব্যাবস্থা অভূতপূর্ব পরিবর্তন আনেন। শিশুপার্ক,  সার্কিট হাউজ, জেলা প্রশাসক ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের পাশাপাশি সৌন্দর্য বর্ধনমূলক অসংখ্য কাজ করেন। যতদিন ভোলা থাকবে ততদিন নাজিউর রহমান মন্জুর এর নাম ভোলাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলেও মন্তব্য করেন বক্তারা।

 

রাজু

×